JSC Exam Tips Science 2017

Exam Tips : Science
প্রথম অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ

চিন্ময় ভুঁইয়া, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা    
সৃজনশীল প্রশ্ন
*    পাঠ্য বইয়ের প্রথম ৫টিঅধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। এগুলোথেকেসাধারণত -৫টি প্রশ্ন আসে
-১২ অধ্যায় থেকে ৫টি, ১৩-১৪ অধ্যায় থেকে -২টি প্রশ্ন আসতে পারে
*    যেসব প্রশ্নের উত্তরে চিত্র দেওয়ার সুযোগ আছে, সেগুলো ঠিকঠাক লিখতে পারলে ভালো নম্বর তোলা যায়। যেসব অধ্যায় থেকে গতবারের (২০১৬) পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি, সেগুলো থেকে বছর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পাশাপাশি অন্যান্য অধ্যায়ের ওপরও দখল থাকতে হবে।  *    জ্ঞানমূলক প্রশ্নে সংজ্ঞা, সূত্র, সমীকরণ, বিজ্ঞানীর নাম, সাল বা বিশেষ কোনো সংখ্যা লিখতে বলা হতে পারে। এসব প্রশ্ন সরাসরি বই থেকে আসবে। বইয়ের গুরুত্বপূর্ণ টপিকস লাইনগুলো জানা থাকলে ঠিকঠাক উত্তর দিতে পারবে
*    অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে যতটুকু ব্যাখ্যা দেওয়া দরকার, শুধু ততটুকুই দেবে
*    প্রশ্নে যা যা যেভাবে চাওয়া হয়েছে, তা- ধাপে ধাপে বর্ণনা করবে
জীববিজ্ঞান অংশের প্রশ্নের উত্তরে প্রাসঙ্গিক চিত্র থাকলে অবশ্যই তা পেনসিল দিয়ে আঁকবে। চিত্র অবশ্যই চিহ্নিত করে দেখাতে হবে
*    অনেক শিক্ষার্থীর ধারণাযত বেশি লেখা যাবে, তত নম্বর পাওয়া যাবে। ধারণা ঠিক না। প্রশ্ন বুঝে প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক উত্তরটুকুই পরীক্ষার খাতায় লিখতে পারলে পুরো নম্বর পাওয়া যাবে
*    বিষয়টিকে কঠিন ভেবে হাল ছেড়ে দেবে না। একটু মনোযোগী হলে আর নিয়মিত অনুশীলন করলে বিষয়টিকে একদম সহজ মনে হবে। বইয়ের বিষয়বস্তুগুলোর ওপর স্পষ্ট ধারণা থাকলেপ্রশ্ন কেমন হবেতা ভেবে আর দুশ্চিন্তা করতে হবে না
     বহু নির্বাচনী প্রশ্ন
*    অংশে ভালো করতে হলে পাঠ্য বই বারবার পড়বে, গুরুত্বপূর্ণ লাইনগুলো টুকে রাখবে। প্রায় সব অধ্যায়ই পড়তে হবে। কোনো প্রশ্নই বইয়ের বাইরে থেকে আসবে না

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.