JSC Exam Tips Math 2017
Exam Tips: Math
সৃজনশীল প্রশ্ন
পাটিগণিত : প্যাটার্ন, পরিমাপ ও মুনাফা অংশ থেকে ৩টি প্রশ্ন থাকবে।
বীজগণিত : বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ ভালোভাবে করলে ২টি প্রশ্ন কমন পাবে। সেট থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম।
জ্যামিতি : চতুর্ভুজ ও বৃত্ত করলে ২টি প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা বেশি।
বহু নির্বাচনী প্রশ্ন
৩০টিএমসিকিউ থাকবে।
পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি অংশ থেকে ৮-৯টি করে মোট ২৫-২৭টি প্রশ্ন এবং পরিসংখ্যান অংশ থেকে ৩-৫টি প্রশ্ন থাকবে।
পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্নের জন্য গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ ও পাইচিত্র শিখলেই হবে। পাই ও আয়তলেখে অনেকেই ভুল করে, তাই খেয়াল করে লিখবে।
* কোনো অধ্যায়ের অঙ্ক করার আগে ওই অধ্যায়ের তত্ত্ব ও সূত্রাবলি আগে জানতে হবে।
* গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেগুলোর ওপর বেশি মনোযোগ দিতে হবে।
* অনেক সময় প্রশ্নের ফিগার পরিবর্তন করে দেওয়া হয়।
তাই তাড়াহুড়া না করে সমাধান শুরু করবে।
* প্রশ্নের যে অঙ্কগুলোর উত্তর শতভাগ নির্ভুলভাবে দিতে পারবে, সেগুলোই আগে দেবে। তুলনামূলক কঠিন অঙ্কগুলো শেষে করবে।
* প্রতিটি অঙ্ক সমাধান শেষে এককসহ (প্রযোজ্য হলে) উত্তর লিখবে।
* বীজগণিতে চিহ্নের
(+, x, -, ÷) ভুল হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
* যতটুকু সম্ভব দ্রুত উত্তর দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই সব অঙ্ক দেওয়ার চেষ্টা করবে, যাতে শেষ দিকে রিভিশন দেওয়া যায়।
No comments