JSC Exam tips BGS 2017

Exam Tips: Bangladesh and Global Studies
উদ্দীপকে মানচিত্র, সারণি ডায়াগ্রাম থাকতে পারে
আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজীক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা   
পরীক্ষায় ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, ৭টির উত্তর দিতে হবে
বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি
*    উত্তর গুছিয়ে, সাবলীলভাবে সঠিক তথ্যসহ লিখলেভালো নম্বরতুলতে পারবে
*    প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে প্রয়োগমূলকের () ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাল, তারিখ সঠিকভাবে উল্লেখ করতে হবে। অর্থাত্ উত্তরগুলো তথ্যবহুল হতে হবে
*    উদ্দীপকে অনেক সময় মানচিত্র, সারণি, ডায়াগ্রাম ইত্যাদি ব্যবহার করা হয়। অবস্থায়উদ্দীপকের কনসেপ্ট বা ধারণাটি আগে বুঝতেহবে।বহু নির্বাচনী অংশে ভালো করতে চাইলে পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় মনোযোগ সহকারে বারবার পড়তে হবে। বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনারসাল, তারিখখাতায়আলাদা নোট করে অবসর সময়ে চোখ বোলাবে, বিশেষ করে প্রথম, দ্বিতীয় ত্রয়োদশ অধ্যায়ের ওপর বেশি জোর দেবে
*    সৃজনশীল অংশে ভালো করতে চাইলে প্রতিটি অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্নিহিত কথা বা বক্তব্যবুঝে মনে রাখতেহবে
অত্যন্ত মনোযোগ সহকারে উদ্দীপক পড়ে পাঠ্য বইয়ের সঙ্গে মিল রেখে প্রশ্ন অনুযায়ী সৃজনশীল অংশের উত্তর দিতে হবে
*    উচ্চতর দক্ষতার () প্রশ্নে মতামত বা যুক্তি বিশ্লেষণ করতে বলা হলে সংশ্লিষ্ট বিষয়টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্য বইয়ের বিষয়টি মাথায় রেখে সাবলীলভাবে গুছিয়ে তোমার মতামত বা যুক্তি উপস্থাপন করবে। অপ্রাসঙ্গিক যুক্তিবহির্ভূত কথা সম্পূর্ণরূপে পরিহার করবে
গুরুত্বপূর্ণ অধ্যায়

*    ঔপনিবেশিক যুগ বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ : রাষ্ট্র সরকার ব্যবস্থা, বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের সামাজিক সমস্যা, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা অধিক গুরুত্বপূর্ণ

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.