JSC Exam Tips English Second Paper 2017
English Second Paper
মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়বে। উত্তর দেওয়ার সময় তাড়াহুড়া করবে না। Grammar অংশে অনেকেই ভুল করে। ভুল হলে কোনো নম্বরই যোগ হবে না, তবে সঠিক হলে পুরো নম্বর পাবে। গত দুই-তিন বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ভালো করে চর্চা করবে। তাহলে প্রশ্নের ধরন বুঝতে সুবিধা হবে। এগুলো থেকে প্রশ্ন কমনও পড়তে পারে।
Appropriate
Preposition গুলো ভালো করে দেখবে।কিছু গুরুত্বপূর্ণ prepositions দেওয়া হলো যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে—
Devoid of, angry with, be away from, wink at, blind to (উদাসীন),blind of (অন্ধ)indifference/callous
to (উদাসীন),indulged in, absorbed in, bring about (ঘটানো),be aware of, fondness for, fond of, deviate from, abstain from, similar to, compared to, adhere to, stick to, cling to, attentive to, contented with, lie in (নিহিত/বিদ্যমান থাকা), Ambition for, consist of (গঠিত হওয়া), consist in (নিহিত/বিদ্যমান থাকা), prevent from, result in (যে ফলাফল হয়), result from (যা থেকে ফলাফল হয়) [যেমন : Hard work
results in success, Success results from hard work, Depend on.]
Short composition জন্য বাংলাদেশ ও চলতি ঘটনাবলি থেকে আসতে পারে। যত পারো পড়বে।
* কিছু গুরুত্বপূর্ণ Short Compositions >>>
Floods in Bangladesh, Population Problem in Bangladesh, Unemployment problem in Bangladesh, Your First Day at School/Your Most Memorable Day, The Season/Game you Like Most, ,Newspaper/Importance of Reading Newspaper, Physical Exercise, Value of Time, Discipline, Your Favorite Hobby,
No comments