JSC Exam Tips English First Paper 2017
ভেবেচিন্তে উত্তর দিলেই রিডিং অংশে নম্বর তোলা যাবে
খন্দকার হাফিজুর রহমান, সহকারী শিক্ষক,
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ইংরেজি প্রথম পত্র
* Question 1 : ভেবেচিন্তে উত্তর দেবে, বিশেষ করে Similar Word -এর ক্ষেত্রে চিন্তা করবে Word টি Text-এ কী অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন : Letter মানে বর্ণ বা অক্ষর, আবার চিঠিপত্র বোঝাতেও শব্দটির ব্যবহার হতে পারে।
Text টি পড়ে দেখতে হবে, দেখতে হবে কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
Text টি পড়ে দেখতে হবে, দেখতে হবে কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
* Question 2 : অবশ্যই Tens অনুযায়ী উত্তর লিখবে। Text -এ যে Tens -ই থাকুক, উত্তর হতে হবে প্রশ্ন অনুযায়ী।
* Question 3 : Summary লেখার সময় প্রথম Sentenc টি এমনভাবে লিখবে যেন হুবহু Text -এর মতো না হয়। Text টি ভালো করে পড়ে ভাবটি বুঝতে হবে। এরপর Summaryটি Text -এর পরিমাণের তিন ভাগের এক ভাগের মতো হতে হবে। অর্থাত্ Text টি যদি ১৫০ Words-এ হয়, তবে Summary মোটামুটি ৫০-৭০ Words-এর মধ্যে লেখার চেষ্টা করবে।
* Question 4 & 5 : উত্তর দেওয়ার সময় দ্বিতীয় Text ভালো করে পড়বে। সংখ্যাতাত্ত্বিক ধারণার বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবে।
True/False অংশে যদি এভাবে প্রশ্ন আসে— ‘On December 17, 1930, the Wright Brothers in America made the first experiment of flying in a plane.
Question : The Wright Brothers made the first experiment of flying in a plane in 19th century.’ তাহলে এর উত্তর হবে False। কারণ ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী, ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী। তাই এগুলো ভালো করে খেয়াল রাখবে।
True/False অংশে যদি এভাবে প্রশ্ন আসে— ‘On December 17, 1930, the Wright Brothers in America made the first experiment of flying in a plane.
Question : The Wright Brothers made the first experiment of flying in a plane in 19th century.’ তাহলে এর উত্তর হবে False। কারণ ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী, ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী। তাই এগুলো ভালো করে খেয়াল রাখবে।
* Question 6 & 8 উত্তর দেওয়ার সময় Passage দুটি ভালো করে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে। অর্থানুযায়ী 6-এর ক্ষেত্রে পছন্দমতো Word বসিয়ে এবং 8-এর ক্ষেত্রে Box-এ প্রদত্ত Word গুলো জায়গামতো বসিয়ে Fill in the gaps করবে। উত্তরগুলো বর্ণক্রমে লিখলেই হবে।
* Question 7 : Sequence ভালো করে খেয়াল রাখবে। এখানে ঠিকভাবে উত্তর দিতে পারলে পুরো ১০ নম্বরই পাবে।
* Question 9 : Column-A ও Column-B থেকে মিলিয়ে ৫টি Sentence তৈরি করবে। এখানেও ৫-এর মধ্যে ৫ পাওয়া যায়। প্রকৃতপক্ষে Part-A (Reading) থেকে ৬০ নম্বরের মধ্যে ৫৫ থেকে ৫৮ পাওয়া খুব কঠিন নয়। একটু ভেবেচিন্তে উত্তর দিলেই হলো!
Part-B (Writing))-এর জন্য গত দুই বছরের বোর্ড পরীক্ষায় যে বিষয়গুলো এসেছে সেগুলো দেখলেই কমন পড়তে পারে।
যেমন : Paragraph গুলোর মধ্যে— A moonlit Night, Early Rising, A Rainy Day, Winter morning, A school library/magazine, Load Shedding, Traffic jam, National Flag, A Tea Stall, A street Accident, The Importance of learning English, A village fair/A Book Fair প্রায়ই পরীক্ষায় আসে।
No comments