JSC ICT Short Suggestion 2017
২০১৭ ইং সালে জেডিসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্ভাব্য সংক্ষেপ
প্রশ্নাবলী।
সম্ভাব্য সংক্ষেপ প্রশ্নাবলীঃ যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও ৫☓৫=২৫
১। স্প্রেডসিট বলতে কি বোঝ ? সংক্ষেপে স্প্রেডসিট সফটওয়ার ব্যবহারের উদ্দেশ্য লিখ।
২। শিক্ষাজীবনে ইন্টারনেটের প্রভাব সংক্ষেপে লিখ।
৩। মালওয়ার কি ? উহা কত প্রকার। সংক্ষেপে আলোচনা কর।
৪।রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা কর।
৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে ব্যবসা বাণিজ্যে যে সুবিধা অর্জিত হয়েছে তা বর্ণনা কর।
৬। টেলিমেডিসিন কি ? চিকিৎসা ক্ষেত্রে আইসিটির ভূমিকা আলোচনা কর।
৭। ভাইরাস কি ? তোমার কম্পিউটার ভাইরাস আক্রান্ত তুমি কি করবে?
৮। পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডসিট ব্যবহার কেন সুবিধাজনক ?
৯। ই-মেইল কি? এর সাহাযো কি কি কাজ করা যায়।
১০। তথ্য অধিকার কি ? অধিকার আইন সম্পর্কে লেখ।
১১। মাইক্রোসফট এক্সেল কি? এর ব্যবহারিক ক্ষেত্রগুলো লিখ।
বহনির্বাচনী ২৫ টির সমাধান করতে হবে। ২৫ ☓১=২৫
বিদ্রঃ বহনির্বাচনী প্রশ্ন সমাধানের জন্য ২০১৬ সালের প্রশ্ন বাদ দিয়ে ২০১৩,২০১৪ ও ২০১৫ সালের প্রশ্ন
পত্র অধ্যয়ন করার পর মুল বই এর ৫ টি অধ্যয় ভালোভাবে পড়ে নিতে হবে।
No comments