IBA/MBA Final Preparation Tips
IBA এর MBA-র ৫৯তম ইনটেক (পার্টটাইম এবং ফুলটাইম)। বাকি আছে মাত্র ৪ সপ্তাহ। তাই চিন্তা করলাম আগের সব পোস্ট এক সাথে করে আবার দেই। সাথে নতুন করে Written পার্ট এর জন্য Suggestion দেই।
আইবিএ প্রস্তুতিঃ Written Part
আইবিএ পরীক্ষায় এই অংশে অনেক পরীক্ষার্থী পাঁশ মার্কস তুলতে পারে না। হুম, আসলেই তাই হয়। কারণ, আইবিএর প্রস্তুতি বলতে তারা শুধু MCQ পার্ট এই বুঝে। যে কারনে MCQ তে পাশ করলেও written এ করে ফেল। কিন্তু কিছু টেকনিক মাথায় রাখলে, এই পার্ট এ শুধু পাশ না, বরং ২৫ এর মধ্যে ২০-২২ পর্যন্ত পাওয়া যায়ঃ
১। যতটুকু জায়গা বরাদ্দ ততটুকু পুরাপুরি লিখে শেষ করা, না পারলেও কমপক্ষে ৯০% অংশে লিখতে হবে।
২। Eassy বা Argumentative Writing লিখতে বললে কমপক্ষে ৩টি প্যারা করে লিখা
৩। Paragraph লিখতে বললে শুধু এক প্যারাতে details লিখতে হবে।
৪। সকল ধরনের Grammatical প্রব্লেম এড়িয়ে যেতে হবে; পারলে Simple লাইনে লিখে ফেলবেন সব। Noun clause, Prepositional clause, simple, complex, parallelism এগুলা যদি ব্যাবহার করেন তাহলে যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। Time management খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টে যেহেতু দুইটা উত্তর করতে হয় তাই ১০+১৫-১৭= ২৫-২৭ মিনিটে শেষ করার চেষ্টা করুন। ৩-৫ মিনিট রাখুন Revision এর জন্য। কারণ Spelling Mistake হইলে নাম্বার কমতে থাকবে। আর written এ তারাতারি লিখতে গিয়ে spelling mistake করা একদম natural. তাই রিভিশনের জন্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ।
২। Eassy বা Argumentative Writing লিখতে বললে কমপক্ষে ৩টি প্যারা করে লিখা
৩। Paragraph লিখতে বললে শুধু এক প্যারাতে details লিখতে হবে।
৪। সকল ধরনের Grammatical প্রব্লেম এড়িয়ে যেতে হবে; পারলে Simple লাইনে লিখে ফেলবেন সব। Noun clause, Prepositional clause, simple, complex, parallelism এগুলা যদি ব্যাবহার করেন তাহলে যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। Time management খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টে যেহেতু দুইটা উত্তর করতে হয় তাই ১০+১৫-১৭= ২৫-২৭ মিনিটে শেষ করার চেষ্টা করুন। ৩-৫ মিনিট রাখুন Revision এর জন্য। কারণ Spelling Mistake হইলে নাম্বার কমতে থাকবে। আর written এ তারাতারি লিখতে গিয়ে spelling mistake করা একদম natural. তাই রিভিশনের জন্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ।
আইবিএ প্রস্তুতিঃ Mathematics
আইবিএর প্রস্তুতির মধ্যে সবচেয়ে critical part হচ্ছে Mathematics. কারন একমাত্র এই পার্টের প্রস্তুতির উপর আপনার বাকি দুইটা পার্টও অনেক গভীরভাবে সম্পর্কযুক্ত। সবচেয়ে বেশি সময় লাগে এই পার্টে। বিগত বছরের প্রশ্ন নিয়ে পর্যালোচনা করে বুঝলাম একটা ভাল approach সাজেশন দিতে পারব আপনাদেরকে।
আর সেটি হল যে, আইবিএতে ১০-১২ টি Math প্রশ্ন আসে যা করতে আপনাদের সময় লাগবে (১০-১২)*(৪০-৫০) সেকেন্ড = ৮-১০ মিনিট। এজন্য আপনাকে প্রথমেই ওই প্রশ্নগুলো বের করতে হবে। শুধুমাত্র চোখ বুলিয়ে ওইগুলো বের করতে আপনার লাগবে ১-২ মিনিট। তাহলে আপনার এই ১০-১২ টি প্রশ্ন বের করে সমাধান করতে লাগবে ১০-১২ মিনিট। এই ১০-১২টি Math থাকে মূলত নিম্নলিখিত অংশগুলো থেকেঃ
1. Functions ( x,y,z দিয়ে সমীকরণ; যেকোনো একটা সম্পর্ক বা মান বের করতে হবে)
2. Age related math
3. Speed, distance
4. Work, time related math
5. percentage
6. fractions etc.
আপনি তারপর দুইভাবে এক্সামে approach করতে পারেন:
আর সেটি হল যে, আইবিএতে ১০-১২ টি Math প্রশ্ন আসে যা করতে আপনাদের সময় লাগবে (১০-১২)*(৪০-৫০) সেকেন্ড = ৮-১০ মিনিট। এজন্য আপনাকে প্রথমেই ওই প্রশ্নগুলো বের করতে হবে। শুধুমাত্র চোখ বুলিয়ে ওইগুলো বের করতে আপনার লাগবে ১-২ মিনিট। তাহলে আপনার এই ১০-১২ টি প্রশ্ন বের করে সমাধান করতে লাগবে ১০-১২ মিনিট। এই ১০-১২টি Math থাকে মূলত নিম্নলিখিত অংশগুলো থেকেঃ
1. Functions ( x,y,z দিয়ে সমীকরণ; যেকোনো একটা সম্পর্ক বা মান বের করতে হবে)
2. Age related math
3. Speed, distance
4. Work, time related math
5. percentage
6. fractions etc.
আপনি তারপর দুইভাবে এক্সামে approach করতে পারেন:
১. যদি আগে Math শুরু করেন তাহলে চাইলে English & Analytical যেতে পারেন। ওই ২ পার্টে আপনার যদি ২৫+২৫=৫০ মিনিট সময় লাগে, তাহলে আপনার Math ১০-১২ টা, English & Analytical fully শেষ করতে লাগবে ১ ঘণ্টা। বাকি ১৮-২০টি Math এর জন্য আপনি সময় পাবেন পুরো ৩০ মিনিট। যদিও মাত্র ৮-১০টি Math সমাধান করলেও হবে ( কাট মার্কস এর জন্য) এই টাইমে (শেষ ৩০ মিনিটে)
২. আরেকটি approach হল, আপনি ওই ১০-১২ টি Math করে বাকি math গুলোও করে ফেলবেন টানা। সর্বোচ্চ সময় রাখবেন এই পার্টে ৩৫ মিনিট। তখন আপনি চাইলে English & Analytical এ যেতে পারেন।
( বি. দ্র. আপনি যদি English/ Analytical আগে শুরু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে শুরু করবেন ওইভাবেই। আমি শুধু Math approach এর একটা সিস্টেম বলে দিলাম।)
২. আরেকটি approach হল, আপনি ওই ১০-১২ টি Math করে বাকি math গুলোও করে ফেলবেন টানা। সর্বোচ্চ সময় রাখবেন এই পার্টে ৩৫ মিনিট। তখন আপনি চাইলে English & Analytical এ যেতে পারেন।
( বি. দ্র. আপনি যদি English/ Analytical আগে শুরু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে শুরু করবেন ওইভাবেই। আমি শুধু Math approach এর একটা সিস্টেম বলে দিলাম।)
আইবিএ প্রস্তুতিঃ Analytical Ability
আইবিএর প্রস্তুতির মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকরী অংশ হচ্ছে এই Analytical Ability। কারন একমাত্র এই পার্টে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়া যায়। মাত্র ২টি বই পড়লে আপনি কমন পেতে পারেন পুরোটুকু। মানে ১৫র মধ্যে ১৫। আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল এই দুইটি বই পরতে আপনার লাগবে সর্বোচ্চ ১ সপ্তাহ।
Analytical Ability –র ২টি অংশঃ
১. Analytical Puzzle (GRE Big Book)
২. Critical Reasoning (GRE Big Book, Official GMAT)
Analytical Ability –র ২টি অংশঃ
১. Analytical Puzzle (GRE Big Book)
২. Critical Reasoning (GRE Big Book, Official GMAT)
GRE BIG BOOK- এই বইটিতে আছে ২৭টি টেস্ট। প্রত্যেকটি টেস্ট এ আছে ৪+৪= ৮টি পাজেল। প্রত্যেকটি পাজেল করতে যদি ১০ মিনিট করেও লাগে, তাহলে আপনার ২৭টি টেস্টর সব পাজেল শেষ করতে লাগবে ৩৬ ঘণ্টা। IBA তে Analytical Puzzle কমন পাওয়ার জন্য এই বইয়ের বিকল্প নেই। কমন না পড়লেও এই টেস্টগুলো শেষ করতে পারলে আপনি সব puzzle এই করতে পারবেন, ১০০% শিউর। পুরো Analytical Ability পার্টে Puzzle থাকে ১০-১৩টার মত। টার মানে এই ৩৬ ঘণ্টা সময় বের করতে পারলে আপনি এই পার্টে ৭০% র চেয়ে বেশি নাম্বার নিশ্চিত করতে পারবেন।
আইবিএতে কমপক্ষে ১৫০-২০০ জন পরীক্ষার্থী থাকবে যারা সব Puzzle পারবে। আর ২০-২৫ জন আছে যারা পুরো ১৫ (Puzzle & critical reasoning) পারবে। তাই ফাইনালি চান্স পাইতে হইলে একটা অংশে ফুল মার্কস পাওয়া আপনাকে অন্যদের থেকে বেশি নিশ্চিন্তে রাখবে। তাই critical reasoning ও পরতে হবে GRE BIG BOOK & OFFICIAL GMAT থেকে। ২৭ টি টেস্টর সব reasoning করার পর যদি Official GMAT এর সব শেষ করতে পারেন তাহলে কমন পেতে পারেন critical reasoning, কমন না পেলেও আপনি পারবেন সব ১০০% নিশ্চিন্তে। এজন্য আপনার লাগতে পারে আনুমানিক ২৪ ঘণ্টার মত।
এইবার একটা হিসেব করুন। Analytical Puzzle & Critical Reasoning নিয়ে আপনার সময় লাগবে ৬০ ঘণ্টার মত। আপনি প্রতিদিন ৮-৯ ঘণ্টার মত সময় দিলে লাগবে ৭ দিনের মত। তাহলে আপনি এই অংশ নিয়ে থাকতে পারেন পুরা নিশ্চিন্তে। তখন শুধু Math আর English নিয়ে সময় দিবেন। সাথে Writing.
এইবার একটা হিসেব করুন। Analytical Puzzle & Critical Reasoning নিয়ে আপনার সময় লাগবে ৬০ ঘণ্টার মত। আপনি প্রতিদিন ৮-৯ ঘণ্টার মত সময় দিলে লাগবে ৭ দিনের মত। তাহলে আপনি এই অংশ নিয়ে থাকতে পারেন পুরা নিশ্চিন্তে। তখন শুধু Math আর English নিয়ে সময় দিবেন। সাথে Writing.
আইবিএ প্রস্তুতি: English
Doing exceptionally well in English is the prerequisite to get into IBA. Ensuring at least 18 out of 30 in the English section can give you a competitive edge in the exam hall. You can ensure at least 18, and around 23-27/28 in some cases by following some basic approaches:
1. Just analyze the previous questions. You will find that, around 7-12 grammar related questions are there in every year. You will have to go through Cliff's toefl for basic grammar conception, then do practice from official gmat , barron's toefl, manhatten's GMAT etc.
You'll get around 6-10 by doing so.
You'll get around 6-10 by doing so.
2. Around 8-10 vocabulary related questions are also there, learn at least 1500 words from www.majortests.com. You can use this websites for practices too. You can also practice sentence completion from official GMAT, manhatten's GRE, nova's GRE, GRE big book etc. Going through the word meanings in highly preferable to memorizing the meanings. Just peruse and solve the sentence completions to increase the vocabulary.
Here you'll get at least 6-8 too.
Here you'll get at least 6-8 too.
3. You'll get a passage in this section. By practicing from Official GMAT, previous years' questions, various other resource books, you'll find the questions so easy
Here you can get at least 4 out of 5.
Here you can get at least 4 out of 5.
4. Some miscellaneous questions also come at IBA admission tests, like idioms and phrases, right use of words etc. You can be considered lucky if you get those questions common. But already if you calculate, you will see that you are getting around 17-22 even more than that.
And getting 17-22 out of 30 is more than enough.
And getting 17-22 out of 30 is more than enough.
CALCULATIVE preparation is more effective and natural. Rests are unnatural.
Best wishes to you and your bright future ☺
No comments