ভুলে ভরা ৫ম সমাপনীর প্রশ্ন!














‘বাংলাদেশ ও বিশ্বপরিচিতি’ বিষয়ের ইংরেজি ভার্সনের পিএসসির প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায় প্রশ্নপত্রের ১, ২, ৪, ৯, ১১, ১৭, ২৩, ২৮, ৩৭, ৩৮ নং প্রশ্নসহ অন্তত ২৫টি প্রশ্নে ব্যাকরণগত, বানান ও তথ্যগত ভুল রয়েছে। এর মধ্যে প্রধানতম ভুলগুলো নিম্নে উল্লেখ করা হলো।
১. প্রথম প্রশ্নে লেখা হয়, ‘What would happen, if no the mujibnagar govt. was formed? ব্যাকরণগতভাবে বাক্যটি সঠিক নয়। শুদ্ধ বাক্যটিভর শুদ্ধ হতে পারে, – ‘What would happen if the Mujibnagar govt. was not formed?’
২. দ্বিতীয় প্রশ্নে লেখা রয়েছে,  ‘Why Bangladesh to import a lot of vegetable oil?’
এই প্রশ্নটিতে ‘to’ বসার কথা নয়। এর ‘b’ নং উত্তরেও ভুল বাক্য রয়েছে। বলা হয়েছ, ‘Because, Production is low than demand.’, সঠিক বাক্যটি হবে– ‘Because, Production is lower than demand।
৩.  ৪নং প্রশ্নে বলা হয়েছে– ‘What is happened in the people of this country as a result of ‘divide and rule’ policy of British? বাক্যটিতে দুটি ভুল রয়েছে।
৪. ৫নং প্রশ্নের ‘c’ অপশনটিতে ভুল বাক্য রয়েছে।
৫. ৯নং প্রশ্নে বলা হয়েছে, Which is the most important for developing the life standard of women in Bangladesh? এই বাক্যটিতে ‘Which is the most important’ এর পরে কোনও ‘Noun’ নেই।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.